ডেন্টাল ভর্তি প্রস্তুতি | ২০১৯-২০ সালের প্রশ্ন থেকে
ভর্তিচ্ছুদের প্রস্তুতির সহায়ক হতে দ্যা ডেইলি ক্যাম্পাস নিয়ে এসেছে বিগত বছরের প্রশ্ন। আয়োজনের এ অংশে থাকছে ডেন্টাল এর ২০১৯-২০ সালের সমাধানসহ প্রশ্ন।
1. প্রতিটি 10-4 ব্যাসবিশিষ্ট পানির 1000 টি ক্ষুদ্র ফোঁটা মিলে একটি বৃহৎ ফোঁটা তৈরি করল।বৃহৎ ফোঁটার ব্যাসার্থ কত?
(a) 5*10^-4 m
(b) 1/ 10 m
(c) 10^-22 m
(d) 10&10^-24 m
2. নিচের কোনটি "Milk of lime" নামে পরিচিত?
(a) CaCO3
(b) Ca(OH)2
(c) NaOH(CaO)
(d) Cuo
3. কোন প্রযুক্তি ইনসুলিন তৈরিতে ব্যবহার করা হয়?
(a) টিস্যু কালচার
(b) এক্সপ্লান্ট কালচার
(c) জিন ক্লোনিং
(d) ডিএনএ রিকম্বিনেন্ট
4. What is the meaning of the phrase "Hold water?
(a) keep water
(b) bear examination
(c) drink water
(d) store
5. কুয়াকাটা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত?
(a) পটুয়াখালী
(b) ঝালকাঠি
(c) বরগুনা
(d)বরিশাল
6. নিচের কোনটি চিনিকে অ্যালকোহলে রূপান্তরিত করে?
a) স্পাইরোগ্যইরা
(b) ইউয়েনা
(c) পেনিসিলিয়াম
(d) স্যাকারোমাইসেস
7. নিচের কোনটি সুপার অক্সাইড?
(a) MnO2
(b) KO2
(c) Pb3O4
(d) Na2O2
8. বায়ুমণ্ডলের কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়?
(a) আয়োনোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার
(d) স্ট্র্যাটোস্ফিয়ার
9. দ্রবণ স্থানান্তরের জন্য নিচের কোনটি অপরিহার্য?
(a) বিকার
(b) টেস্ট টিউব
(c) পিপেট
(d) ফানেল
10. বাংলাদেশে মিঠা পানির প্রধান উৎস কোনটি?
(a) সমুদ্রের পানি
(b) নদীর পানি
(c) ভূগর্ভস্থ পানি
(d) পুকুরের পানি
11. কোন প্রক্রিয়ায় RNA হতে DNA তৈরি হয়?
(a) রেপ্লিকেশন
(b) ট্রান্সলেশন
(c) রিভার্স ট্রান্সক্রিপশন
(d) ট্রান্সক্রিপশন
12. Synonym for 'deceive' is-
(a) guide
(b) enlighten
(c) mislead
(d) advise
13. ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলো ব্যবহার করে ADP যেনে ATP সৃষ্টি করাকে কি বলে?
(a) ফটোলাইসিস
(b) ফটোফসফোরাইলেশন
(c) রেসপিরেশন
(d) ফটোডিসোসিয়েশন
14. নিচের কোনটি উদ্ভিদ কোষে অনুপস্থিত?
(a) সেলুলোজ
(b) কাইটিন
(c) ফসফোলিপিড
(d) ক্লোরোফিল
15. নিচের কোনটি রক্ত জমাট বাঁধার মূল উপাদান নয়?
(a) ফিব্রিনোজেন
(b) প্রোগ্রমিন
(c) ক্যালসিয়াম আয়ন
(d) অ্যালবুমিন
16. কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল পরমাণুর ইলেকট্রন বিন্যস্ত হয় না?
(a) আউফবাউ নীতি
(b) VSEPR তত্ত্ব
(c) ছন্ডের নিয়ম
(d) পাউলির বর্জন নীতি
17. দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষে আরেকটির গতিকে কী বলে?
(a) পরম গতি
(b) আপেক্ষিক স্থিতি
(c) পরম স্থিতি
(d) আপেক্ষিক গতি
18. বাংলাদেশের জাতীয় পাখি কোনটি?
(a) দোয়েল
(b) কোকিল
(c) চড়ুই
(d) কবুতর
19. নিচের কোনটি কাগজের প্রধান উপাদান?
(a) স্টার্চ
(b) লিগনিন
(c) সেলুলোজ
(d) কুকিং লিকার
20. নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
(a) পোলিও
(b) ডিপথেরিয়া
(c) কলেরা
(d) টাইফয়েড
21. I have told you twice.Here 'twice' is-
(a) adverb
(b) adjective
(c) noun
(d) preposition
22. "I will be leaving tomorrow"- what is the correct tense in this sentence?
(a) present continuous
(b) present simple
(c) future perfect
(d) future continuous
23. মহাবিশ্বের সৃষ্টির বিগ ব্যাং মডেলের জনক কে?
(a) স্যার উইলিয়াম হ্যাগিনস
(b) জর্জ লেমাইটার
(c) কোপারনিকাস
(d) গ্যালিলিও
24. নিচের কোন প্রযুক্তিটি জালনোট শনাক্তকরণে ব্যবহৃত হয়?
(a) NMR
(b) UV rays
(c) MRI
(d) DOT
25. কোনটি খাদ্যমও (food bolus) কে মানবদেহের নাসাছিদ্র (nasal aperture) পথে প্রবেশে বাধা দেয়?
(a) জিহ্বা
(b) কোমল তালু
(c) আলজিহ্বা
(d) কঠিন তালু
26. নিচের কোনটি পুরুষের ক্রোমোসোমের স্বাভাবিক গঠন?
(a) 46, XX
(b) 45, XO
(c) 47, XY+21
(d) 46, XY
27. নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলের তাপমাত্রার বৃদ্ধিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে?
(a) CO₂
(b) NO2
(c) NH3
(d) CH4
28. একটি ঢাকার ব্যাস।মিটার।এটি প্রতি মিনিটে 30 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ ms-1 এ কত হবে?
(a)পাই
(b)পাই /2
(c) 60 m
(d) 30
29. "অপারেশন সার্চলাইট" কোন সালের ঘটনা?
(a) ১৯৭১
(b) ১৯৭৫
(c) ১৯৬৯
(d) ১৯৯০
30. নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়?
(a) Triticum aestivum
(b) Heritiera fomes
(c) Mangifera indica
(d) Oryza sativa
31. জেনেটিক্যালি নিয়ন্ত্রিত কোষের মৃত্যু হবে-
(a) মায়োসিস
(b) মাইটোসিস
(c) নেক্রোসিস
(d) অ্যাপোপটোসিস
32.নিরাপদ খাদ্য সংরক্ষক কোনটি?
(a) সোডিয়াম নাইট্রা
(b) ক্যালসিয়াম কার্বাইড
(c) সোডিয়াম বেনজোয়েট
(d) ক্যালসিয়াম প্রোপ্রায়োনেট
33. বিনা প্রমাণে কোন কিছু মেনে নেওয়াকে বলে।
(a) ধারণা
(b) স্বীকার্য
(c) নীতি
(d) তত্ত্ব
34. বাংলাদেশে সর্বোচ্চ বীরত্ব সূচক খেতাব কোনটি?
(a) বীর বিক্রম
(b) বীর প্রতীক
(c) বীর শ্রেষ্ঠ
(d) বীর উত্তম
35. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে গেলে বছরের দৈর্ঘ্য-
(a) স্থির থাকবে
(b) কমে যাবে
(c) অলীম হবে
(d)বেড়ে যাবে
36. হিমোফিলিয়া বি (Haemophilia B) রোগে কোন ফ্যাক্টর এর ঘাটতি থাকে?
(a) ফ্যাক্টর-X
(b) ফ্যাক্টর-VIII
(c) ফ্যাক্টর-IX
(d) ফ্যাক্টর-XI
37. মাতৃসুদ্ধে কোন অ্যান্টিবডি ( Antibody) পাওয়া যায়?
(a) IgE
(b) IgM
(c) IgA
(d) IgG
38. নিচের কোন উদ্ভিদটি প্লাস্টিডবিহীন?
(a) সাইকাস
(b) মস
(c) অ্যাগারিকাস
(d) স্পাইরোগাইরা
39 .নিচের কোনটি তৈরিতে অস্থায়ী চুম্বক ব্যবহৃত হয়?
(a) লাউড স্পিকার
(b) অ্যান্টেনা
(c) বৈদ্যুতিক কলিং বেল
(d) বৈদ্যুতিক মোটর
40. ক্রোমাটোগ্রাফির দশা কয়টি?
(a) ১
(b) ২
(c) ৪
(d) ৩
41. নিচের কোনটি ঘাস ফড়িং (grass hopper) এর পশ্চাৎ পৌষ্টিকনালির অংশ?
(a) গলবিল
(b) গিজার্ড
(c) ইলিয়াম
(d) ক্রপ
42. শব্দের সর্বোচ্চ কত তীব্রতা মানুষের কর্ণ সহ্য করতে পারে?
(a) 200 dB
(b) 180 dB
(c) 80 dB
(d) 120
43. নিচের কোনটি দ্বারা রঞ্জন রশ্মি তৈরি হয়?
(a) আলফা রশ্মি
(b) ক্যাথোড রশ্মি
(c) বিটা রশ্মি
(d) গামা রশ্মি
44. নিচের কোন অঙ্গাণুটি কোষের শক্তি উৎপাদনকারী?
(a) মাইটোকন্ড্রিয়া
(b) ক্লোরোপ্লাস্ট
(c) রাইবোসোম
(d) গলগি অ্যাপারেটাস
45. নিচের কোন আলোক রশ্মিটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি?
(a) X-ray
(b) gamma ray
(c) Visible ray
(d) microwave
46. চামড়ার পিকলিং করতে শতকরা কতভাগ সালফিউরিক এসিড ব্যবহার করা হয়?
(a) 0.5
(b) 3.5
(c) 1.5
(d) 2.5
47. অস্ত্রের কোন জ্বরে গবলেট কোষ (goblet cell) থাকে?
(a) সেরোসা
(b) মাসকিউলারিস মিউকোসা
(c) মিউকোসা
(d) সাবমিউকোসা
48. Which one is the correct word for the blank ?Farid and I have known for quite a long time
(a) both
(b) us
(c) ourselves
(d) each other
49. Antonym for the word 'strict' is-
(a) sly
(b) strong
(c) lenient
(d) weak
50. Antonym of the word"intrepid' is-
(a) chivalrous
(b) fearless
(c) dauntless
(d) timid
51. দুটি বস্তুর মধ্যকার দূরত্ব অর্ধেক করলে মহাকর্ষ বলের মান-
(a) দ্বিগুণ বাড়ে
(b) চারগুণ বাড়ে
(c) দ্বিগুণ কমে
(d) চারগুণ কমে
52. নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম কাচ পরিষ্কারক হিসাবে ব্যবহৃত হয়?
(a) ক্রোমিক এসিড
(b) সাবান
(c) ডিটারজেন্ট
(d) সোডা
53. নিচের বস্তুসমূহের মধ্যে কোনটিরগতিশক্তি বেশি?
(a) ভর 2 M এবং বেগ 3 V
(b) ভর 3 M এবং বেগ 2 V
(c) ভর M এবং বেগ 4 V
(d) ভর 3 M এবং বেগ V
54. নিচের কোনটি জৈব লবণের ডিকার্বোক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপন্ন পদার্থ?
(a) অ্যালকাইন
(b) অ্যালকিন
(c) অ্যালকোহল
(d) অ্যালকেন
55. Which is the correct word for the blank?Rafiq___________ while we were having dinner?.
(a) phoned
(b) was phoning
(c) will phone
(d) has phoned
56. বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার জ্বরের মূল উপাদান কোনটি?
(a) অক্সিজেন
(b) কার্বন ডাইঅক্সাইড
(c) নিয়ন
(d) ওজোন
57. নিচের কোনটি ভারী ধাতু?
(a) Al
(b) Cd
(c) K
(d) Fe
58. কুরেট ও পিপেট তৈরিতে কোন কাঁচ ব্যবহৃত হয়?
(a) পাইরেক্স
(b) সিলিকা
(c) বোরোসিলিকেট
(d) ফ্লিন্ট
59 . নিচের কোন দেশটি পরিবেশবান্ধব?
(a) লিথিয়াম ব্যাটারি
(b)ফুয়েল সেল
(c)লেড সঞ্চয়ক ব্যাটারি
(d)ক্যাডমিয়াম ব্যাটারি
60. উদ্ভিদের প্রধান ডাইস্যাকারাইড কোনটি?
(a) ল্যাকটোজ
(b) ম্যালটোজ
(c) ম্যানেজ
(d) সুক্রোজ
61. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
(a) ৬.৭৫ কিমি
(b) ৫.৭০ কিমি
(c) ৫.১৫ কিমি
(d) ৬১৫ কিমি
62. 15 ওয়াট ক্ষমতা বলতে কী বোঝায়?
(a) 15 সেকেন্ড 1 জুল কাজ
(b) 5 সেকেন্ড ও জুল কাজ
(c) 3 সেকেন্ড 5 জুল কাজ
(d)1সেকেন্ড 15 জুল কাজ
63. নিচের কোনটি ভাইরাসকে নিষ্ক্রিয় করতে পারে?
(a) রাইবোসোম
(b) ইন্টারফেরন
(c) হরমোন
(d) ব্যাকটেরিয়া
64. "The workers were working on the building: what is the correct tense in this sentence?
(a) present perfect
(b) past continuous
(c) present continuous
(d) past perfect
65. নিচের কোনটি অগ্নি-শৈবাল নামে পরিচিত?
(a) ইউসেনোফাইটা
(b) পাইরোফাইটা
(c) ক্রাইসোফাইটা
(d)ফিওফাইটা
66. Appropriate preposition to be used with "beware" is-
(a) of
(b) for
(c) to
(d) with
67. নিচের লম্বিক তরঙ্গ এর উদাহরণ?
(a) পানি তরঙ্গ
(b)তাপ তরঙ্গ
(c) সুর-শলাকার কম্পন
(d) বেয়ার তরঙ্গ
68. নিচের কোনটি অ্যান্টিজেন নয়?
(a) প্রোটিন
(b) পলিস্যাকারাইড
(c) লিপোপ্রোটিন
(d) লিপিড
69. নিচের কোন ভিটামিনটি পানিতে দ্রবণীয়?
(a) ভিটামিন A
(b) ভিটামিন বি-কমপ্লেক্স
(c) ভিটামিন D
(d) ভিটামিন K
70. Past participle of choose' is-
(a) chose
(b) chosen
(c) choosen
(d) choice
71. কোন তারিখে জাতীয় শিশুদিবস পালিত হয়?
(a) ৭ মার্চ
(b) ১৭ মার্চ
(c) ১৭ জুন
(d) ১৭ এপ্রিল
72. নিচের কোনটি বাংলাদেশের UNESCO স্বীকৃত World Heritage স্থান নয়?
(a) চলন কিল
(b) সুন্দরবন
(c) পাহাড়পুর বৌদ্ধ বিহার
(d) ষাট গম্বুজ মসজিদ
73. নিচের কোনটি অপরিবাহী?
(a) সিলিকন
(b) কাচ
(c) তামা
(d) অ্যালুমিনিয়াম
74. মৌলিক বলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী বল কোনটি?
(a) মহাকর্ষ বল
(b) দুর্বল নিউক্লীয় বল
(c) সবল-নিউক্লীয়
(d) তড়িৎচৌম্বক বল
75. নিচের কোনটি মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে সর্বাধিক ব্যবহৃত হয়?
(a) UV
(b) radio wave
(c) IR
(d) MRI
76. নিচের কোন চক্রটি ইউরিয়া তৈরির সাথে সংশ্লিষ্ট?
(a) ক্রেবস চক্র
(b) নাইট্রোজেন চক্র
(c) অরনিধিন চক্র
( d) সাইট্রিক এসিড
77. Which is the correct word for the blank?I don't remember_________ about the accident".
(a) everything
(b) something
(c) nothing
(d) anything
78. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
(a) মোজাফফর আহমেদ
(b) আব্দুল হামিদ খান ভাসানী
(c) কমরেড মনি সিং
(d) আতাউল গনি ওসমানী
79. নিচের কোন হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় না?
(a) টেট্রা-আয়োডো-থাইরোনিন
(b) থাইরক্সিন
(c) অক্সিটোসিন
(d) ট্রাই-আয়োডো-থাইরোনিন
80. নিচের কোন আয়নটি শিখা পরীক্ষায় নীলাভ-সবুজ বর্ণ দেখায়?
(a) K
(b) Ca
(c) Ba
(d) Cu
81. নিচের কোন এনজাইমটি অগ্ন্যাশয় রসে বিদ্যমান?
(a) পেপসিন
(b) মালটেজ
(c) ল্যাকটেজ
(d) ট্রিপসিন
82. বাংলাদেশ ও ভারতের মোট ছিটমহল সংখ্যা কত ছিল?
(a)172
(b)162
(c) 152
(d)1423
83. বৃক্কের গাঠনিক একক কোনটি ?
a) নিউরন
(b) আলভিওলাস
(c) ল্যাকুনা
(d) নেফ্রন
84. জড়তার ভ্রামক কোনটির ওপর নির্ভর করে?
(a) কৌণিক ত্বরণ
(b) চক্রবতির ব্যাসাধ
(c) বস্তুর ভরের বণ্টন
(d) ঘুর্ণন গতিশক্তি
85. স্বাধীন বাংলাদেশের সাংবিধানিক ঘোষণা কোন তারিখে হয়েছিল?
(a) ১৭ এপ্রিল ১৯৭১
(b) ২৬ মার্চ ১৯৭১
(c) ১৬ ডিসেম্বর ১৯৭১
(d) ৭ মার্চ ১৯৭০
86. নিচের কোনটি আক্রেলিন পরীক্ষা দ্বারা শনাক্ত করা যায়?
(a) ইথানল
(b) ইথানয়িক এসিড
(c) গ্লিসারল
(d) গ্লুকোজ
87. নিচের কোন গ্যাসটি শ্বাসতন্ত্রে প্রদাহ সৃষ্টি করে?
(a) CO
(b) CH4
(c) SO2
(d) CO 2
৪৪.নিচের কোনটি মারসুপিয়াল জন্যপায়ী প্রাণী?
(a)বিড়াল
(b) কুকুর
(c) গন্ডার
(d) বানর
89. Antonym of sluggish" is
(a) somnolent
(b) enervated
(c) brisk
(d) weary 90.
90. What is the correct word for the blank? I am accustomed________ such a life."
(a) to
(b) by
(c) of
(d) with
91. নিচের কোন কোষটি হাইড্রা-এর আংশ নয়?
(a) ইন্টারস্টিশিয়াল কোষ
(b) ক্ষণপদীয় কোষ এপিডার্মিস
(c) সংবেদী কোষ
(d) প্রায় কোথ
92.ভ্যানডার ওয়ালস বন্ধন থাকে-
(a) হাইড্রোজেন ফ্লোরাইডে
(b) হাইড্রোজেন সায়ানাইডে
(c) সোডিয়াম ক্লোরাইডে
(d) অ্যঅ্যামোনিয়াম ক্লোরাইডে
93 .নিচের কোন গ্যাসটি প্রত্নার জন্য সিলিয়াতে ব্যবহৃত হয়?
(a) মিথেন ও বিউটেন
(b) ইবেন ও মিথেন
(c) মিথেন ও প্রোপেন
(d) বিউটেন ও প্রোপেন
94. নিচের কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে?
(a) টারপিনয়েড
(b) গ্রাইকোলিপিড
(c) ট্রাইগ্লিসারাইড
(d) স্টেরয়েড
95. 40 N ওজনের বস্তুকে মেঝে থেকে 2 মিটার উচুতে 2 সেকেন্ড ধরে রাখতে কাজের পরিমাণ হবে।
(a) 0J
(b) 180 J
(c) 40 J
(d) 120 J
96 .নিচের কোন গ্রন্থিটি বিপাকে সহায়তা করে?
(a) প্যারাথাইরয়েড
(b) থাইরয়েড
(c) পিটুইটারি
(d) আছেনাল
97. নিচের কোনটি এক আলোকবর্ষ?
(a) 9.4x10 km
(b) 9.4x10 km
(c) 9.4x10 km
(d) 9.4x10 km
98. What is the correct tense in this sentence?- "Mansur has been using this pen for the last five years".
(a) past perfect continuous
(b) present perfect continuous
(c) past perfect
(d) present perfect
99. "কর্পরের পানিতে নাচা" পদার্থের কোন ধর্মের জন্যে ঘটে?
(a) তলটান
(b) স্থিতিস্থাপকতা
(c) পরিবাহিতা বেশি
(d) সান্দ্রতা
100. নিচের কোনটি কয়লার সবচেয়ে ক্ষতিকর উপাদান?
(a) নাইট্রোজেন
(b) কার্বন
(c) সালফার
(d) সিলিকন
ANS : 1. A 2.B 3.D 4.B 5.A 6.D 7.B 8.B 9.C 10.C 11.C 12.C 13.B 14.B 15.D 16.B 17.D 18.A 19.C 20.AQ 21.A 22.D 23.B 24.B 25.B 26.D 27.A 28.B 29.A 30.B 31.D 32.C 33.B 34.C 35.B 36.C 37.C 38.C 39.C 40.B 41.C 42.D 43..B 44.A 45.D 46.C 47.C 48.D 49.C 50.D 51.B 52.A 53.A 54.D 55.A 56.D 57.B 58.A 59.B 60.D 61.D 62.D 63.B 64.B 65.B 66.A 67.C 68.D 69.B 70.B 71.B 72.A 73.B 74.C 75.D 76.C 77.D 78.B 79.C 80.D 81. D 82.B 83.D 84.B 85.B 86.C 87.C 88.A 89.C 90.A 91.B 92.B 93.D 94.A 95.A 96.A 97.C 98.B 99.A 100C